রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন |
সোহেল রানা:
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বৈশাখীকে বরণ ও র্যালি পূর্বে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের নেতৃত্বে বৈশাখী বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশুপার্কে গিয়ে শেষ হয়। তখন নাচের তালে ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্ষবরন উৎযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার খাদিজা বেগম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুর রহমান,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সোহেল রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। একই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছোট বড় সকলের বিভিন্ন বাঙালি সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।
সোহেল রানা
তারিখ: ১৪.০৪.২০২৪
মোব: ০১৩০৮-১৪০০৪৯