কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশদী মেলা হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমান,উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আরিফুল আলম,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আবদুল্লাহ আল নোমান,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো: আরফানুল আলম,ওসি এলএসডি শরীফ আহমেদ প্রমূখ। মেলায় আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। প্রদর্শনী স্টল গুলোতে বিভিন্ন জাতের,গরু-ছাড়ল,
হাঁস-মুরগী,গবাদী পশু, পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুধ স্টল প্রর্দশন করা হয়। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার স্বরূপ চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,এলএসপি সাধন চন্দ্র রায়।