ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবসে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ঐতিহাসকি ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলক্ষে আজ (৭ই মার্চ) সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ। এসময় সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন এবং সদস্যসচিব, শ্রমিক নেতা ও উন্নয়ন সংগঠক মোহাম্মদ ফোরকানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য স ম জিয়াউর রহমান, মোহাম্মদ হাসান মুরাদ, এসএম মহিউদ্দিন, সুধীর রঞ্জন শীল, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ এমরান, পঙ্কজ রাহুল প্রমূখ।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দরা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে সাড়ে সাত কোটি মানুষ এক মন্ত্রে উজ্জিবিত হয়েছিল বাঙালী জাতির মহান স্বাধীনতার লক্ষে। সে থেকে বাঙালী জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে। আজ তাঁর ঐতিহাসিক ভাষণ বিশ্ববাসীর কাছে এক অনুসরণীয় ও অনুকরণীয়।