একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো মানবিক আবেদন।
একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো মানবিক আবেদন। পরিবারটি মৌলভীবাজার জেলার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়ন।বর্তমানে পরিবারটি খুবই অভাব অনটনে আছেন। উনার দুই ছেলেও এক মেয়ে। দুই ছেলের মধ্যে একজন প্রায় ১ বছর আগে হারিয়ে যায় তাকে আর পাওয়া যায়নি। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো বাবা, কিন্তু করোনাকালীন সময়ে উনার হাতে এবং পায়ের কিছু অংশে বিষ লেগে পচে যায়। অনেক চিকিৎসা করেও আগের মতো সুস্থ হতে পারিনি। যার জন্য বর্তমানে তিনি চিকিৎসাহীন হয়ে অসুস্থতায় ভোগছে। উনার পক্ষ্যে কোনো ভারি কাজ করা সম্ভব না। এমতাবস্থায় মা রাস্তায় পড়ে থাকা বিভিন্ন বোতল কুড়িয়েও পাঁচ বছরের মেয়েটি মানুষের কাছে হাত পেতে কোনো রকম সংসার চালাতো। বর্তমানে উনি গর্ভবতী উনার পক্ষে বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। পাঁচ বছরের মেয়েটিও মা-কে ছাড়া একা বাইরে গিয়ে কিছু করতে পারবে না।
কয়েকদিন পর এই পরিবারে তিনবেলা খাবার জোগানোও সম্ভব হবে না।
। একার পক্ষে খুব বেশী কিছু করা হয়তো সম্ভব হবে না।
সকলের কাছে অনুরোধ রইলো নিজের জায়গা থেকে একটু এগিয়ে আসুন সবাই মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।
আপনারা যারা আর্থিক ভাবে বা অন্য কোনো ভাবে এই পরিবারের পাশে দাড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা উনার ঠিকানা দিয়ে দিবো। চাইলে আমাদের মাধ্যমে এই পরিবারটির জন্য আর্থিক সাহায্য পাঠাতে পারবেন।
সকলের প্রতি অনুরোধ রইলো যার যতটুকু সম্ভব আমরা একটু পাশে দাঁড়ায়।
- আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।